ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বৌ-ভাত অনুষ্ঠানে সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বৌ-ভাত অনুষ্ঠানে সংঘর্ষে আহত ১৫

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে বৌ-ভাত অনুষ্ঠানে সংঘর্ষে বর ও কনে পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
 
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে দক্ষিণ বালিয়া গ্রামের খাঁ বাড়িতে চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ খানের ছেলের বিয়েতে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শী অতিথি আলী হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে কনে পক্ষের মেহমানরা খাবার টেবিলে বসলে টেবিল পরিষ্কার শেষে খাবার পরিবেশনের কথা জানানো হয়। এ নিয়ে বর পক্ষের খাবার পরিবেশনকারী কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বর পক্ষের লোকজন কনে পক্ষের লোকদের দিকে চেয়ার ছুড়ে মারলে সংঘর্ষের সূত্রপাত হয়।
 
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বরের মা রোকেয়া বেগম, অতিথি আব্দুল গনি (১৬), সেলিম (৩০), রবিউল (১৮) গুরুতর আহত হন। তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে বরের বাবা ইউপি চেয়ারম্যান ইউছুফ খান বাংলানিউজকে বলেন, অনাকাঙ্খিত ভাবে এ ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করা হচ্ছে।  
 
এর আগে, শুক্রবার ইউপি চেয়ারম্যানের ইউছুফ খানের ছেলে রুহুল আমিন খান রিপনের সঙ্গে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার লিয়াকত হেসেনের মেয়ের বিয়ে হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।