ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আরো কাঁপাবে শীত, সর্বনিম্ন তাপমাত্রার শঙ্কা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আরো কাঁপাবে শীত, সর্বনিম্ন তাপমাত্রার শঙ্কা ছবি : শুভ্রনীল সাগর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দফায় দফায় ‍আকাশ নিংড়ানো বৃষ্টি আর হিমালয় ছুঁয়ে ‍আসা উত্তুরে হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে সারা দেশে। এই কাঁপন চলতি সপ্তাহে আরো বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।



নির্ভরযোগ্য পূর্বাভাস সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহ জুড়েই থাকবে শীতের দাপট। শনিবার রাত (২৩ জানুয়ারি) থেকেই তাপমাত্রা আরো কমতে থাকবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই তাপমাত্রা ১০ ডিগ্রি, এমনকি ৮ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, এটাই হবে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দেশের অনেক স্থানেই সূর্যের দেখা মিলবে না।

এদিকে সপ্তাহ যতো গড়াবে ততোই ঘনীভূত হতে থাকবে ভারী কুয়াশা। তবে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে।  

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে কোনো কোনো জেলায় দিনে তাপমাত্রা ফের ১-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস বয়ে যেতে পারে।

শীতের  এমন বেয়াড়াপনায় বেড়ে যাচ্ছে শীতজনিত রোগের প্রকোপ। অতিরিক্ত শীতে হলুদ হয়ে মরে যাচ্ছে আলুসহ বিভিন্ন সবজি গাছ। এমন শীত দীর্ঘায়িত হলে তাই কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
এটি/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।