ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মদপানে আরও এক যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নওগাঁয় মদপানে আরও এক যুবকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে সুজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ এ।

নিহত সুজন বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের আজাহার আলীর ছেলে। সুজনের মৃত্যুর বিষয়টি বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন।

এদিকে, এ ঘটনায় অসুস্থ হয়ে এনায়েতপুর গ্রামের সজল (২২), উজ্জল হোসেন (৩৫), সুমন রহমান (২৬) ও মোসলেম উদ্দীন (২৮) নামে আরও চার জন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজার রহমান।

শুক্রবার রাতে এনায়েতপুর গ্রামে ৮/১০ জন যুবক পিকনিকের আয়োজন করে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিন, হোসেন আলী ও আব্দুল আজিজের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬ 
এমজেড

** বদলগাছীতে মদপানে ৩ জনের মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।