ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ দেশ-জাতির কল্যাণে কাজ করে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আওয়ামী লীগ দেশ-জাতির কল্যাণে কাজ করে

রাজশাহী: আওয়ামী লীগ প্রগতিবাদী দল। এ দল ক্ষমতায় এলে দেশ ও জাতির কল্যাণে দৃঢ় প্রত্যয়ে কাজ করে।

স্বাধীনতা পরবর্তী সময়ে যতবার এ দল ক্ষমতায় এসেছে ততবার দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করেছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিরিয়ার মোশাররফ হোসেন একথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বঙ্গবন্ধু ও তার সহযোদ্ধা জাতীয় চারনেতার ছয়দফা ভিত্তিক আন্দোলনের ফসল বর্তমান বাংলাদেশ। তারা সম্মিলিতভাবে দেশবাসীকে মুক্তিযুদ্ধের সংগ্রামে নিযুক্ত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ত্যাগী নেতা ও কর্মীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাই জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ কামারুজ্জামানের স্মৃতি বিজড়িত পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকেই সরকার দেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী, মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।