ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সগবি ও বিএআরআই’র কৃষক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ফরিদপুরে সগবি ও বিএআরআই’র কৃষক সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্যোগে ফরিদপুরে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩) দুপুরে সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামে রোপা আউশ-রোপা আমন-মসুর-মুগ সম্বলিত চার ফসলভিত্তিক ফসল ধারায় বারি মসুর-৭ কার্যক্রমের ওপর এ সমাবেশের অয়োজন করা হয়।

উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএআরআই উদ্ভাবিত নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সমাবেশে আলোচনা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সরেজমিন গবেষণা বিভাগের কর্মসূচি পরিচালক, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আ সা ম মাহাবুবুর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কজর্মকর্তা ড. মো. আক্কাস আলী, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক আশরাফুল হাসান প্রমুখ।

এসময় কৃষকদের কাছে দেশে উদ্ভাবিত নানা প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহারের উপকারিতা তুলে ধরা হয়। পাশাপাশি আগত কৃষিবিদরা সমাবেশে কৃষকের নানা সমস্যার প্রশ্নের উত্তর দেন। সমাবেশে শতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য বক্তি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।