ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৫ হাজার কেজি ভারতীয় বিট লবণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বেনাপোলে ৫ হাজার কেজি ভারতীয় বিট লবণ জব্দ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫ লাখ টাকা মূল্যের আনুমানিক ৫ মেট্রিকটন ভারতীয় বিট লবণ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় শার্শার নাভরণ বাজার থেকে এ লবণ জব্দ করা হয়।



বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে বিকেলে তারা অভিযান চালায়। এ সময় যশোর-বেনাপোল সড়কের নাভরণ বাজার এলাকায় চোরাচালানিরা লবণ ফেলে পালিয়ে যায়। পরে তা জব্দ করা হয়।

২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।