ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুরে সমাহিত এম এ আজিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আজিমপুরে সমাহিত এম এ আজিজ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আজিমপুর থেকে: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজকে আজিমপুর গোরস্থানে চির সমাহিত করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুমের স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ আজিজ (৬৮)। সেখান থেকে এম এ আজিজের মরদেহ তার পুরান ঢাকার হোসেনী দালানের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিকেলে হোসেনী দালানে গিয়ে মরহুমের স্বজনদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এম এ আজিজের মরদেহে শেষশ্রদ্ধাও জানান।

এরপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে মরহুমের মরদেহ রাখা হলে তাকে শেষশ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সর্বস্তরের জনতা।

সেখান থেকে এম এ আজিজের মরদেহ নিয়ে যাওয়া হয় তার দল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

জানাজার পর মরহুমের মরদেহ কিছুক্ষণের জন্য আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হয়। এসময় সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এম এ আজিজের মরদেহে শ্রদ্ধা জানান।

‍তারপর একে একে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। শ্রদ্ধা জানাতে থাকেন শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও।

তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এম এ আজিজের মরদেহ আরও ‍কিছুক্ষণ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়। সেসময় শ্রদ্ধা জানায় জনতা। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বকশীবাজারে আলিয়া মাদ্রাসা ময়দানে।

আলিয়া মাদ্রাসা ময়দানে হয় মরহুমের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুমের স্বজন ও এলাকাবাসী।

দ্বিতীয় ‍জানাজার পর তার মরদেহ আজিমপুর গোরস্থানের নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমইউএম/এইচএ/

** ঢাকা আ’লীগের দুর্দিনের কাণ্ডারী এম এ আজিজ
** এম এ আজিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন, আজিমপুরে যাচ্ছে মরদেহ
** এম এ আজিজের প্রথম জানাজা সম্পন্ন
** আজিজকে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর, সান্ত্বনা দিলেন স্বজনদের
** এম এ আজিজের মরদেহে জনতার শেষশ্রদ্ধা
** এমএ আজিজের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিকেলে, বাদ মাগরিব জানাজা
** এম এ আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
** এম এ আজিজের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক
** আ’লীগ নেতা এম এ আজিজ আর নেই
** জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এম এ আজিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।