ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন ফেনীর তিন মেয়রসহ ৪৮ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
শপথ নিলেন ফেনীর তিন মেয়রসহ ৪৮ কাউন্সিলর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: শপথ নিলেন ফেনীর তিন মেয়রসহ ৪৮ কাউন্সিলর।

শনিবার(২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।



প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে ফেনী, পরশুরাম ও দাগনভূইয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফেনী ও পরশুরাম পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হাজী আলাউদ্দিন ও নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল নির্বাচিত হন।

পরবর্তীতে ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে দাগনভূঞায় পুনরায় মেয়র নির্বাচিত হন ওমর ফারুক খান।

এ তিন বিজয়ী মেয়রসহ ফেনী পৌরসভায় ১৮ কাউন্সিলর, ৬ মহিলা কাউন্সিলর, পরশুরাম পৌরসভার ৯ কাউন্সিল, ৩ মহিলা কাউন্সিলর, দাগনভূঞা উপজেলার ৯ কাউন্সিলর ও ৩ মহিলা কাউন্সিলর শপথ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।