ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
লক্ষ্মীপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার নামে এক প্রসূতি। চার নবজাতকের মধ্যে দু’টি ছেলে ও দু’টি মেয়ে।



শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। মা ও চার নবজাতক সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির এর আগের ৮ বছর বয়সী এক কন্য সন্তান রয়েছে।

হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বিকেলে প্রসবব্যথা শুরু হলে কাজল আক্তারকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব নয়, তাই ডা. শামিমা নাসরিন সিজার করেন। সিজারে সহযোগিতা করেছেন ডা. ইয়াসমিন ও ডা. সোহেল আরমান।

ডা. শামিমা নাসরিন জানান, মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতি মাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এক সঙ্গে চার সন্তান প্রসব করায় কাজল আক্তারের পরিবারের স্বজনরা আনন্দিত। তারা এটিকে সৌভাগ্য মনে করছেন।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।