ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৪১ শিক্ষক-শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পঞ্চগড়ে ৪১ শিক্ষক-শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের আউট সোর্সিং কাজের জন্য পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ৪১টি ল্যাপটপ বিতরণ করেছে এরোলাইট আইসিটি এডুকেশন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।



ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

বোদা মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আওয়াল, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক মো. ফারুক আলম টবি, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন ও এরোলাইট আইসিটি এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক সাজ্জাদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এরোলাইট আইসিটির বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।  

অনুষ্ঠানের শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।