ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেম করে বিয়ে, পরিবারের চাপে নবদম্পতির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
প্রেম করে বিয়ে, পরিবারের চাপে নবদম্পতির আত্মহত্যা

মুন্সীগঞ্জ: প্রেম করে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েও সংসার করা হলো না নবদম্পতি জাহিদ হোসেন (২২) ও উর্মি আক্তারের (১৬)।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে স্বজনদের চাপে বিষপান করেন এই নবদম্পতি।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি গোসাইরচর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে উর্মি ও পাশের নাজিরচর গ্রামের সানাউল্লাহর ছেলে জাহিদ হোসেন প্রেম করে বিয়ে করেন। দুই পক্ষের স্বজনরা এ বিয়ে না মেনে নদম্পতিকে বিয়েবিচ্ছেদের জন্য চাপ দিয়ে আসছিলো।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রোববার মৃতদেহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইরচর গ্রামের বাড়িতে আনা হবে।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।