ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন আলতাফ মাহমুদ

ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



রোববার (২৪ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, আলতাফ মাহমুদের অবস্থা খুবই সংকটাপন্ন। তার চিকিৎসকসহ সবাই এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছি।

এই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক। তিনি জানান, আলতাফ মাহমুদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এ লাইফ সাপোর্ট রাত সাড়ে ৩টার দিকে দেওয়া হয় বলে জানান আলতাফ মাহমুদের শ্যালক মাসুদ।

গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ।

এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে

পরদিন ২২ জানুয়ারি সন্ধ্যায় তার ছেলে আসিফ মাহমুদ জানান, আলতাফ মাহমুদের জ্ঞান ফিরেছে এবং তিনি স্যুপ ও পানি খেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি’র অধ্যাপক ও চেয়ারম্যান ডা. কণক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে আলতাফ মাহমুদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬/আপডেট ০৯১৮ ঘণ্টা/০৯২৯ ঘণ্টা
এমএম/এমআইএইচ/এজেডএস/এইচএ/এসএইচ/


** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।