ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তিন দফা দাবিতে বাপসা’র কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
তিন দফা দাবিতে বাপসা’র কর্মসূচি ছবি: র‍ানা/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন দফা দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সারাদেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠনটি সংবাদ সম্মেলন করে।



এতে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ৩ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো- ইউনিয়ন পরিষদ সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান; বেতন, বোনাস, আনুতোষিক, শান্তি বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা এবং ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষে পেনশন ব্যবস্থা নিশ্চিতকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাম রাজনীতিক রাজেকুজ্জামান রতন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়, কাজী আরেফ ফাউন্ডেশন’র সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) উপদেষ্টা রেজাউল করিম তুহিন, সভাপতি শেখ হাবিবুর রহমান, নির্বাহী সভাপতি-১ আতিকুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি হাবিবুর বলেন, দাবিগুলো আগামী ৩১ জানুয়ারির মধ্যে সরকার সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা না করলে সচিবরা দাবি আদায়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকবেন।

তিনি আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রত্যেক জেলার প্রেসক্লাব, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অথবা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন করে দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও ১১ ফেব্রুয়ারি ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।