ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় আগুন

দগ্ধ আরো একজনের ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দগ্ধ আরো একজনের ঢামেকে মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের পূবাইলে টায়ার করাখানার বয়লার বিস্ফোরণের ফলে আগ্নিকাণ্ডের ঘটনায় আবদুল কাদের (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।



রোববার (২৪ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবদুল কাদের টঙ্গীর বনমালা এলাকার ফয়জুদ্দিন বেপারীর ছেলে।

আবদুল কাদেরের ছেলে মো. বাহার উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। বাবা ওই কারখানার পাইকারি বিক্রেতা ছিলেন।

এরআগে শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ নামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এঘটনায় দগ্ধ হওয়া গুরুতর আহত অবস্থায় ৩ জনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল হলেজ হাসপাতলের বার্ন ইউনিট পাঠানো হয়। সেখানে রাত  ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল কাদের।

বাংলাদেশ সময়:  ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএস/জেডএফ/এসএইচ

** গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫, তদন্ত কমিটি গঠন
** গাজীপুরে টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জন ঢামেকে
** গাজীপুরে টায়ার কারখানায় আগুন, নিহত ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।