ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেসিক ব্যাংকের তদন্ত

দুদককে সংসদীয় কমিটির তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দুদককে সংসদীয় কমিটির তলব ফাইল ফটো

ঢাকা: বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের পর এবার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব  করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

দুদক সচিব আবু মো. মোস্তাফা কামাল বরাবর পাঠানো এক চিঠিতে সংস্থাটির তদন্ত দলকে আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।



সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোশতাক আহমদের সই করা (স্বারক নং- ১১.০০.০০০০.৭০৫.১৪.০০১.১৪.০৪) এক চিঠিতে দুদকের তদন্ত কর্মকর্তাদের ২৮ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় সংসদের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের এক নম্বর স্থায়ী কমিটির কক্ষে হাজির হতে অনুরোধ জানানো হয়।

রোববার (২৪ জানুয়ারি) দুদকের দায়িত্বশীল সূত্র এসব বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছে। সংসদীয় কমিটির ডাকে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যাবেন কি-না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানায় সূত্রটি।

সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এর আগে সাংবাদিকদের বলেছেন, দুদককে বা মামলার তদন্ত কর্মকর্তাকে সংসদীয় কমিটি ডাকতে পারে কি-না, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে দেখেছে, দুদককে ডাকা যাবে।

এমন বক্তব্যের প্রেক্ষিতে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পুও গণমাধ্যমে বলেছেন, দুদক স্বাধীন স্বশাসিত সংস্থা। এর জবাবদিহিতার কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন’২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে।

বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে দুদককে তলবের সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটি মনে করে, বেসিক ব্যাংক জালিয়াতিতে দুদকের মামলা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে দুদক তাদের এমন বক্তব্যের উত্তরে বলেছে, ব্যাংকটিতে দুর্নীতির বিষয়ে দুদক মামলা করেছে। মামলার পর এখন তদন্ত চলছে। তদন্ত পর্যায়ে সংসদীয় কমিটির আপত্তি তোলা সমীচীন নয়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।