ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা কেবল নামেই পুলিশ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
‘আমরা কেবল নামেই পুলিশ’ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমরা কেবল নামেই পুলিশ। ৬৮ হাজার গ্রাম পাহারা দিলেও সে অনুযায়ী আমাদের বেতন-ভাতা নেই।



চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেলসহ পুলিশ-আনসার বাহিনীর সদস্যদের মতো অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন গ্রাম পুলিশ সদস্যরা।

অবস্থান ধর্মঘট থেকে গ্রাম পুলিশরা জানান, ২০১৫ সালের ৪ মে প্রণীত গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা সংশোধনপূর্বক যে বিধিমালায় সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা মতামত দিয়েছেন তা বাস্তবায়নের দাবিতেই এ অবস্থান ধর্মঘট।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এমএ নাছের বলেন, দেশের ৬৮ হাজার গ্রামের প্রতিটি ঘর আমরা নিরাপদ রাখার কাজে নিয়োজিত আছি। অথচ নামে পুলিশ হলেও গ্রাম পুলিশের কোনো মূল্যায়ন নেই। সর্বক্ষেত্রেই আমরা অবহেলিত ও উপেক্ষিত।

এই উপেক্ষা থেকে বেরিয়ে আসতে তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতন স্কেল, অবসরকালীন ভাতা এবং পুলিশ-আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করুন।
      
অবস্থান ধর্মঘট থেকে দাবি আদায় না হলে, আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

সারাদেশের প্রায় তিন শতাধিক গ্রাম পুলিশ এ অবস্থান ধর্মঘটে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।