ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে নাজমা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজমা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর এলাকার নূরনবীর স্ত্রী।

তিনি উপজেলার ভূঁইঘর পশ্চিমপাড়া এলাকার আশুমিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ভূঁইঘর পশ্চিমপাড়া এলাকার আশুমিয়ার ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‍) আসাদুজ্জামান জানান, নাজমাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছে। তবে তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।