ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরের ১২৭ মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
চাঁদপুরের ১২৭ মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে রুল

ঢাকা: চাঁদপুরের পাঁচ উপজেলার ১২৭ বীর মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ ও চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পৃথক চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৪ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে‍ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

তৌফিক ইনাম টিপু জানান, চাঁদপুরের ৫ উপজেলার ১২৭ জন সাময়িক সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দীর্ঘ ৫-১০ বছর যাবৎ মুক্তিযোদ্ধা হিসেবে সরকার ঘোষিত মাসিক সম্মানী ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে সরকার কোনো কারণ না দেখিয়ে তাদের মাসিক সম্মানী ভাতা স্থগিত করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চূড়ান্ত গেজেটে নাম না থাকায় ভাতা স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিটগুলো দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।