ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পৌঁছেছে আলতাফ মাহমুদের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পটুয়াখালীতে পৌঁছেছে আলতাফ মাহমুদের মরদেহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় পৌঁছেছে সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গলাচিপা শহরের ঈদগাহ মাঠ হেলিপ্যাডে মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে।



সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় গলাচিপা ঈদগাহ মাঠে ও গ্রামের বাড়ি গাজীবাড়িতে নামাজে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে চিরসমাহিত করা হবে।

এর আগে রোববার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা ও সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী হেলিকপ্টারটি গ্রামের বাড়ি গলাচিপার উদ্দেশে রওয়ানা হয়।

এ সময় সঙ্গে ছিলেন, মরহুমের দীর্ঘদিনের বন্ধু ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সদস্য ইউসুফ বাবলু। স্বজনদের মধ্যে স্ত্রী, মেয়ে, ছেলে ও ভাগিনা। পুরো পথেই তাদের সঙ্গে ছিল পুলিশি নিরাপত্তা।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬২ বছর বয়সী আলতাফ মাহমুদ।

বেলা সাড়ে ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ইটিভির এডিটর ইন চিফ ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল, ডিউজের সাবেক সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, ডিআরইউর সভাপতি জামালউদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

তারপর তারা মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা। এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব গোলাম মর্তুজা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আরও অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদ, দৈনিক সমকাল সম্পাদক  গোলাম সারওয়ার, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্ট‍ু, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

জানাজার পর মরহুমকে শেষবারের মতো দেখে নেন আগত শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। এসময় তাকে শেষশ্রদ্ধাও জানান তারা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও ‍আলতাফ মাহমুদের মরদেহে শেষশ্রদ্ধা জানান।

** গ্রামের পথে আলতাফ মাহমুদের অন্তিম যাত্রা
** আলতাফ মাহমুদের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
** আলতাফ মাহমুদের মৃত্যুতে রাজশাহীতে ৩ দিনের শোক কর্মসূচি
** আলতাফ মাহমুদের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
** প্রেসক্লাবে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন
**  নির্ভীক ও নিলোর্ভ সাংবাদিকের প্রতিমূর্তি আলতাফ মাহমুদ
** আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক
** আলতাফ মাহমুদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেষশ্রদ্ধা
** ডিআরইউতে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে প্রেসক্লাবে
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।