ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আলতাফ মাহমুদের মৃত্যুতে

পাথরঘাটা প্রেসক্লাবের ৩ দিনের শোক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পাথরঘাটা প্রেসক্লাবের ৩ দিনের শোক

পাথরঘাটা(বরগুনা): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টায় জরুরি বৈঠকে এ ঘোষণা করা হয়।



পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে জরুরি সভায় পাথরঘাটা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে আলতাফ মাহমুদের শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকে তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- পাথরঘাটা প্রেসক্লাবের সব সদস্যের কালো ব্যাজ ধারণ ও দোয়া মোনাজাত।  

পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন বলেন, আলতাফ মাহমুদ ছিলেন একজন বিনয়ী, পরিশ্রমী ও মিষ্টভাষি একজন সাংবাদিক। আমরা আলতাফ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।