ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় একশ’ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় একশ’ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে একশ’ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি এম রুহুল আমিন রিমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



তিনি জানান, অভিযানে আটটি (একশ’ ফুট) অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী আটজনকে ২০ হাজার টাকা করে জরিমানা ও আটটি গ্যাস রাইজার জব্দ করা হয়।
 
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. মনিরুল হক, সহকারী প্রকৌশলী মো. সেলিম খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।