ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘রাজা চেয়ারম্যান’ ঘোড়দৌড় প্রতিযোগিতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
‘রাজা চেয়ারম্যান’ ঘোড়দৌড় প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে রাজা চেয়ারম্যান ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বোববার (২৪ জানুয়ারি) বিকেলে বেলাইচণ্ডি ইউনিয়নের কৈপুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের এ, বি ও সি তিনটি গ্রুপে ভাগ করা হয়।

এ গ্রুপ থেকে প্রথম হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার কাফী বানিয়া ও দ্বিতীয় হয়েছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আজিজুল হক। বি গ্রুপে প্রথম হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল গফ্ফার, দ্বিতীয় হয়েছেন চিরিরবন্দর উপজেলার সেরাজুল ইসলাম। সি গ্রুপে প্রথম হয়েছেন ঘোড়াঘাট উপজেলার শফিক ও দ্বিতীয় হয়েছেন নুরুন্নবী সরকার।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে কৈপুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলাইচণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম শাহী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ সরকার, মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহাব মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।