ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় বিতর্ক উৎসব

‘স্বপ্নদ্রষ্টারাই স্বপ্নভঙ্গের জন্য দায়ী’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
‘স্বপ্নদ্রষ্টারাই স্বপ্নভঙ্গের জন্য দায়ী’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিতার্কিকদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থিত দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উদ্বোধন করা হয় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ(এনডিএফবিডি) আয়োজনে দু’দিনব্যাপী ‘নদার্ন ইউনিভার্সিটি নবম জাতীয় বিতর্ক উৎসব-২০১৬’।

এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে ‘স্বপ্নদ্রষ্টারাই স্বপ্নভঙ্গের জন্য দায়ী’- বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ছয়জন বিতার্কিক তিনজন করে দুই পক্ষে ভাগ হয়ে এ বিতর্কে অংশ নেন।

বিতার্কিকরা নির্ধারিত চার মিনিট করে জর্জ ওয়াশিংটন, মার্ক্স, লেলিন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধুসহ বিশ্বের মনীষীদের কর্মকাণ্ড তুলে ধরে বিতর্কে অংশ নেন।

বিতর্কে বিচারক ছিলেন- এনডিএফবিডি সদস্য আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল তারিফ এবং অরুপ রতন চৌধুরী।

অরুপ রতন চৌধুরী বাংলানিউজকে জানান, দেশের একশ’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই হাজার শিক্ষার্থী বির্তাকিক ও শ্রোতা হিসেবে এতে যোগদান করেছেন।

সন্ধ্যায় একই ভেন্যুতে গ্লোবাল ডিবেটে নেপাল, ভারত, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মালদ্বীপ এবং স্বাগতিক বাংলাদেশ থেকে সাতজন বির্তাকিক নিজ নিজ দেশ কেন সেরা তা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাতে ছিল- প্লানচেট ডিবেট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত শিক্ষার্থীরাই এতে অংশ নেন।

অরুপ রতন চৌধুরী বাংলানিউজকে আরও জানান, এবারের বিতর্ক উৎসবে থাকছে আজীবন সম্মাননা প্রদান, বিতর্কের ওপর কর্মশালা, এনডিএডি বিডি ফরমেট, রম্যবিতর্ক, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, মিট দ্য পারসোনালিটি, ক্যাম্পফায়ার, সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।