ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সাদুল্যাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিরু বালা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার(২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কে উপজেলার খোর্দ্দরুহিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিরু বালা খোর্দ্দরুহিয়া গ্রামের মৃত ভোলা নাথ চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়ির সামনে হাঁটছিলেন নিরু বালা। এ সময় সাদুল্যাপর থেকে ধাপেরহাটগামী একটি মোটরসাইকেল নিরু বালাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) রনি কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।