ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুর জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিরোজপুর জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।



প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- বিদায়ী জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, খালিদ আবু, এ কে আজাদ ও শিরিনা আফরোজ প্রমুখ।

প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সভাপতি মাহামুদ হোসেন ও সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।