ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া পেয়ে মুখে হাসি এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
বকেয়া পেয়ে মুখে হাসি এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: এ্যাজাক্স জুট মিলস লি. এর শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতনের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে মিলটির নতুন ব্যবস্থাপনা পরিষদ।
আর বকেয়া বেতন পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মুখে হাসি ফুটেছে। তারা এখন নতুন আশায় বুক বাঁধছেন। আবার উৎপাদনে যাবে মিলটি। আর মিলে কাজ করে স্বাচ্ছন্দে সংসার চলবে তাদের।

প্রতিশ্রুতী অনুযায়ী ৩ দিনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে নতুন মালিক পক্ষ।

বকেয়া পরিশোধের শেষ দিন রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মিলের প্রশাসনিক ভবন থেকে এ টাকা পরিশোধ করা হয়।

শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন মিলের নতুন কর্ণধার ও সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএমএ মান্নান তালুকদার, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লি. পরিচালক (উন্নয়ন) অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, সাবিল গ্রুপের প্রকল্প পরিচালক শেখ আশফাক হোসেন, নির্বাহী কর্মকর্তা ইসমাইল মৃধা, পরিচালক আব্দুল হান্নান তালুকদার, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লি. এর উপদেষ্টা মাওলানা মো. মুজ্জাম্মিল হক, এ্যাজাক্স জুট মিলের মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) আব্দুল আলিম, শ্রমিক নেতা শেখ আমজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ তৈয়বুর রহমান প্রমুখ।

এসময় মিলের নতুন ব্যবস্থাপনা কমিটি সাবিল গ্রুপের পক্ষ থেকে দুই হাজার ৪শ’ ৬৬ জন শ্রমিক, শতাধিক কর্মচারী ও অর্ধ শতাধিক কর্মকর্তার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয়।

টাকা প্রদানের সময় শ্রমিকদের উদ্দেশ্যে মিলের নতুন কর্ণধার এমএমএ মান্নান তালুকদার বলেন, আমরা দেনার ভারে নুয়ে পড়া মিলটির দায়ভার নিয়েছি। আমাদের ওয়াদা অনুসারে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলাম। দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য সেক্টরের পাওনাও পরিশোধ করবো। আমরা শিগগিরই মিলে উৎপাদন শুরু করবো। মিলে উৎপাদন শুরু হলে এখানে ৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। যারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। মিল পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ারও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, মিল চালু হলে সরকার রাজস্ব পাবে। দেশের অর্থনীতি গতিশীল হবে। প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে শ্রমিক পরিবারগুলোতে।

দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২০১৫ সালের শেষের দিকে মিলটি বুঝে নেয় সাবিল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। মিল ক্রয়ের সব প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর খুলনা সার্কিট হাউজে মিলের শ্রমিক- কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল ও শ্রমিক নেতাদের সামনে নতুন ব্যবস্থাপনা পরিষদ ২০ জানুয়ারি থেকে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা প্রদান করেন। ঘোষণা অনুযায়ী সাবিল গ্রুপের পক্ষ থেকে ২০ জানুয়ারি বুধবার থেকেই টাকা প্রদান শুরু হয়। বৃহস্পতিবারও টাকা প্রদান করে গ্রুপটি। রোববার শেষ দিনের মতো টাকা প্রদান করে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সম্পন্ন করলো নতুন এ ব্যবস্থাপনা কমিটি।

বাংলাদেশ সময়:  ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।