ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে ইউনিয়ন তথ্য অধিকার মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আমতলীতে ইউনিয়ন তথ্য অধিকার মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনগণকে জানাতে বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে তথ্য ইউনিয়ন অধিকার মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মেলা শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।



মানুষের জন্য ফাউন্ডেশন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন এনএসএস এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সবাইকে অবহিত করতে ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মো. হাসান উল বান্না, মো. রফিক, ইউপি সদস্য খলিল, মনোয়ার হোসেন হাওলাদার, আমেনা বেগম ও মোশারেফ হোসেন প্রমুখ।

মেলায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এছাড়াও তথ্য অধিকার আইন সম্পর্কে সবাইকে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।