ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অজ্ঞাতপরিচয় সেই দুই যুবকের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
অজ্ঞাতপরিচয় সেই দুই যুবকের দাফন সম্পন্ন

গাইবান্ধা: পরিচয় না মেলায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দাফন করা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত সেই দুই যুবকের মৃতদেহ।  

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের পৌর কবরস্থানে তাদের দাফন হয়।



এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় করতোয়া নদীর তীর থেকে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, চারদিন ধরে সার্বিক চেষ্টা চালিয়ে ওই দুই যুবকের কোনো পরিচয় উদ্ধার সম্ভব হয়নি।

অবশেষে রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুল ইসলামের অনুমতিক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তাদের মৃতদেহ দাফন করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। দুই যুবকের ডিএনও পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান ওসি।
   
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।