ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের সুরক্ষা নীতি মন্ত্রিসভায় উঠছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
প্রবাসীদের সুরক্ষা নীতি মন্ত্রিসভায় উঠছে

ঢাকা: প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি-২০১৬’ এর খসড়া নীতিমালা সোমবারের (২৫ জানুয়ারি) মন্ত্রিসভায় উঠছে।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার জানিয়েছেন, বিদেশি শ্রমিকদের সুরক্ষা ও তাদের কল্যাণে এই খসড়া নীতি মন্ত্রিসভায় ওঠানো হচ্চে।


 
তিনি বাংলানিউজকে জানান, ইতোমধ্যে বিদ্যমান নীতি সংশোধন করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএমএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।