ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

একত্রে ৪ সন্তানের জন্ম

সুস্থ রয়েছে নবজাতকরা, মা পর্যবেক্ষণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সুস্থ রয়েছে নবজাতকরা, মা পর্যবেক্ষণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক সুস্থ রয়েছে। তবে তাদের মা কাজল আক্তার সুস্থ ‍নয়।

তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক ডা. শামিমা নাসরিন বাংলানিউজকে বলেন, সন্তান জন্ম হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা মা সুস্থ ছিলেন। পরে তার খিঁচুনি দেখা দেয়। তিনি পর্যবেক্ষণে আছেন। আমরাও সতর্ক রয়েছি। যদি অবস্থার অবনতি ঘটে তবে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। তবে সন্তানেরা সুস্থ রয়েছে।

রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী বলেন, জন্মের পর থেকে মা ও চার নবজাতককে ডা. শামিমা নাসরিনসহ তিনজন চিকিৎসক সব ধরণের সেবা দিয়ে যাচ্ছেন।

এরআগে শনিবার (২৩ জানুয়ারি) রাতে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে একত্রে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দেন কাজল আক্তার (২৭)।

কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির ৮ বছর বয়সী আরো এক মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।