ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্য আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
চান্দিনায় আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং-কাটাখোলা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



এ সময় তাদের কাছ থেকে একটি রামদা ও একটি ছোড়া উদ্ধার করা হয়।

আটকরা হলেন, দাউদকান্দি উপজেলার পিপইয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারচিল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে ইব্রাহীম (২৮)। চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, রাত সোয়া ১টার দিকে বানিয়াচং গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ১০/১২ জনকে ধাওয়া করে উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল টহল পুলিশ। পরে ওই দুইজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।