ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
নাটোরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নাটোর: নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রামাইগাছি  ভাংগা ব্রিজের কাছে পাকা সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার জানান, সকালে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে তিনি ট্রাক পরিবহন সমিতির একজন সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তার মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই প্রশান্ত।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।