ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় দক্ষিণ এশীয় স্পিকারদের সামিট ৩০ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ঢাকায় দক্ষিণ এশীয় স্পিকারদের সামিট ৩০ জানুয়ারি

ঢাকা: ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন' শীর্ষক দক্ষিণ এশিয়ার স্পিকারদের সামিট-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। দুইদিনের এ সামিট ঢাকার সোনারগাঁও হোটেলে ৩০ জানুয়ারি শুরু হবে, যা শেষ হবে ৩১ জানুয়ারি।



সোমবার (২৫ জানুয়ারি) কাকরাইলের এইচআর ভবনে এক মতবিনিময় সভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সংসদ সদস্য (এমপি) সাবের হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, সামিটে আফগানিস্তানের আইনসভা ওয়ালেসি জিরগা'র স্পিকার আব্দুল রাউফ ইব্রাহিমি, ভুটানের সোগদুর স্পিকার জিগমে জাংপো, ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, মালদ্বীপের মজলিশের স্পিকার আব্দুল্লাহ মাসিহ মোহাম্মদ, শ্রীলংকান সংসদের ডেপুটি স্পিকার থিলাংগা সুমাথিপালা এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বক্তব্য দেবেন।

আর ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের সমাপনী ঘোষণা করবেন বলে জানান সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, বিশ্ব নেতৃত্ব বৈশ্বিক উন্নয়নের নতুন পথনির্দেশিকা হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী অংশ হিসেবে এসডিজি গ্রহণ করা হয়।  

এসডিজি প্রণয়ন প্রক্রিয়ায় আইপিইউ ও এর সদস্য পার্লামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান তিনি।

সভায় জানানো হয়, আইপিইউ, বাংলাদেশ জাতীয় সংসদ ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করছে। সামিটে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি, আমেরিকান ক্যান্সার সোসাইটি, আইপিইউ, ইউএনডিপি, এসকেপ, সিটিএফকে, ডব্লিউএইচও, থাই হেলথ প্রমোশন ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি আর্ন্তজাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

সাবের হোসেন চৌধুরী জানান, সামিটে এসডিজি বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় পার্লামেন্টগুলোর ভূমিকা, এসডিজি স্বাস্থ্য ও সমৃদ্ধি সংক্রান্ত গোল-৩ এর অধীন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে।

‘পাশাপাশি তামাক মহামারির বর্তমান অবস্থা ও নিয়ন্ত্রণে কৌশল নির্ধারণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তামাকের ব্যবহার কমিয়ে আনতে প্রয়োজনীয় নীতি, কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন নিয়েও আলোচনা থাকছে,’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএন/এমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।