ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুমোদন

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নারী কর্মীদের শ্রম, ভূমি ও সম্ভাবনা, নিরাপদ অভিবাসন এবং প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও সুবিধাসহ ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে এ নীতিতে।


 
সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ছয়টি নির্দেশনার মধ্যে রয়েছে- অভিবাসী ও তাদের পরিবারের সুরক্ষা, অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধা-কল্যাণ নিশ্চিতকরণ, নারী কর্মীদের শ্রম অভিবাসন, জাতীয় উন্নয়ণের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্তকরণ ও শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনা।

এই ৬টি নির্দেশনাসহ আন্তর্জাতিক আইনের আলোকে ২০০৬ সালের পুরাতন নীতি পুনর্বিন্যাসের মাধ্যমে অভিবাসনের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি-২০১৬ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ছয়টি নীতির কখা উল্লেখ করে মন্ত্রিপিরষদ সচিব বলেন, এ নীতির বড় বৈশিষ্ট হচ্ছে- ছয়টি নতুন দিক নির্দেশনা। বিশেষ করে নিরাপদ অভিবাসনে উৎসাহিত করা। অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে এ নীতিতে। অভিবাসী কর্মীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করণ, নারী কর্মীদের শ্রম অভিবাসন, জাতীয় উন্নয়নের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্ত করা ও শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনার কথা নীতিতে বলা হয়েছে।

সচিব বলেন, এ নীতি অনুসরণ করে বিধিমালা প্রণয়ন করা যাবে। নীতিতে মানবপাচার কিংবা চোরাচালান রোধে গাইডলাইন দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অভিবাসনের ক্ষেত্রে মানবপাচার ও চোরাচালানরোধে স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেখভাল করবে।
 
তিনি বলেন, নীতিতে নারী কর্মীদের শ্রম অভিবাসন নামে এগারোটি অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে নারী কর্মীদের শ্রম অভিবাসন গৃহিত সম্ভাবনা, অভিবাসন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ জোরদার করার প্রয়োজনীয় অভিবাসনে নারীর সরকারি বেসরকারি সংস্থার ট্রেড ইউনিয়ন, নিয়োগদাতার কার্যক্রমসহ নানা বিষয় উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬/আপডেট ১৪১৬ ঘণ্টা
এসএমএ/বিএস

** প্রবাসীদের সুরক্ষা নীতি মন্ত্রিসভায় উঠছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।