ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘পৌরসভা নির্বাচনের প্রচারণায় এমপিদের সুযোগ কেন নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
‘পৌরসভা নির্বাচনের প্রচারণায় এমপিদের সুযোগ কেন নয়’

ঢাকা: পৌরসভা নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যের সুযোগ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


 
তিন সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের ‍ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি। সঙ্গে ছিলেন এ কে এম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

তিনি জানান, আবেদনকারীরা বলেছেন, স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যদের পদ লাভজনক। কিন্তু সংসদ সদস্যদের পদ লাভজনক নয়। এরপর আদালত রুল জারি করেছেন।
 
পৌরসভা নির্বাচন বিধিমালা-২০১৫ এর বিধি ২ (১২ ও ২২) এ সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ রাখা হয়নি।

আবেদনকারীর দাবি, সংসদ সদস্যদের পদ লাভজনক নয়। তাই সংসদ সদস্যরা পৌর নির্বাচনে যেকোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন। বিষয়টি উল্লেখ করে রিট আবেদনটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।