ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনের পথে রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনের পথে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরে দুইদিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫৩ মিনিটে হেলিকপ্টারে করে তিনি কিশোরগঞ্জ থেকে রওনা হন।



দুইদিনের সফরে রাষ্ট্রপতি রোববার (২৪ জানুয়ারি) কিশোরগঞ্জ
আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যায় তিনি সার্কিট হাউজে স্থানীয় সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে শহরের খড়মপট্টি এলাকার নিজ বাসায় রাত্রিযাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।