ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগের ১৭ পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বরিশাল বিভাগের ১৭ পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল বিভাগের ১৭টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা  শপথ নিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়ামে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়।



‌বিভাগের ১৭ পৌরসভার নবনির্বাচিত ১৭ জন মেয়র ও ২০৪ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

এসময় অনেকের মধ্যে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।