ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিয়েছেন রংপুর বিভাগের ১৭ পৌরসভার মেয়র

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শপথ নিয়েছেন রংপুর বিভাগের ১৭ পৌরসভার মেয়র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর বিভাগের ৮ জেলার ১৭টি পৌরসভার ১৭ জন মেয়র, ১৫৬ জন কাউন্সিলর ও ৫২ জন মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।  
 
সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর টাউন হলে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত তাদের শপথবাক্য পাঠ করান।

 
 
স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক আব্দুল মজিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কাজী হাসান, আঞ্চলিক নির্বাচন কমিশনার মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
শপথ নেওয়া মেয়ররা হলেন- কুড়িগ্রাম সদরের আব্দুল জলিল, নাগেশ্বরীর আব্দুর রহমান মিয়া, গাইবান্ধা সদরের শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জের আতাউর রহমান সরকার, সুন্দরগঞ্জের আব্দুল্লাহ আল মামুন, পীরগঞ্জের কসিরুল আলম, রানীশংকৈলের আলমগীর সরকার, দিনাজপুর সদরের সৈয়দ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ীর মোর্তজা সরকার মানিক, বীরগঞ্জের মো. হানিফ , বিরামপুরের লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুরের এস এম জামিল হোসেন, জলঢাকার ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, পঞ্চগড় সদরের তৌহিদুল ইসলাম, রংপুরের বদরগঞ্জের উত্তম কুমার সাহা, লালমনিরহাট সদরের রিয়াজুল ইসলাম রিন্টু ও পাটগ্রাম পৌরসভার শমসের আলী।  
 
৩০ ডিসেম্বর রংপুর বিভাগের ২০টি পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে তিনটি পৌরসভা নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশে বিলম্ব হয়। এতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী ও ঠাকুরগাঁও সদরের পৌর মেয়র মির্জা ফয়সল আমিন শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।