ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।



আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, রোববার (২৪ জানুয়ারি) জামগড়া এলাকায় বাসাভাড়া নেওয়ার কথা বলে ওই গৃহবধূর কক্ষে ঢুকে জামাল (৩০) নামে এক বখাটে তরুণ ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে জামাল পালিয়ে যায়।

ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই গৃহবধূ ও তার পোশাক শ্রমিক স্বামীকে ভয়ভীতি দেখায়।

পরে পুলিশের সহযোগিতায় সোমবার দুপুরে লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বখাটে জামালের বাড়ি মানিকগঞ্জ জেলায়, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।