ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ভূঁইঘর এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে এ কর্মসূচি পালন করেন তারা।



এ সময় ওই এলাকার অনেক গৃহিণীকেও ঝাড়ু হাতে রাস্তা অবস্থান করতে দেখা গেছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এই প্রতিবেদককে জানান, এলাকাবাসী গ্যাসের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে। পরে তাদের গ্যাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।