ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইন-চোলাই মদ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ঈশ্বরদীতে হেরোইন-চোলাই মদ উদ্ধার, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার ঈশ্বরদী থানার মুলাডুলি স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয় গ্রাম হেরোইনসহ সানোয়ার হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় র্যাবের পক্ষ থেকে আটকের বিষয়টি জানানো হয়।

আটক সানোয়ার ঈশ্বরদী থানার মুলাডুলি স্টেশনপাড়ার কুদরত আলীর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আহম্মেদ আলী বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে মুলাডুলির সানোয়ারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের নয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে একই রাত ২টার দিকে মুলাডুলির পতিরাজপুর গ্রামের নারী মাদক ব্যবসায়ী মুকছুর বাড়িতে অভিযান চালিয়ে ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক সানোয়ার ও পলাতক মাদক ব্যবসায়ী মুকছুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।