ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ২ মাদক ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
গাইবান্ধায় ২ মাদক ব্যবসায়ী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

 

এরা হলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের ঝাপড় গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও পলাশবাড়ী সদর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে ডাবলু প্রধান (৪০)।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে ঝাপড় গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মোকছেদ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ শহিদুলকে আটক করা হয়।

অপরদিকে পলাশবাড়ী থানার এসআই নাজমুল হক বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাত ১২টার দিকে সদরের জামালপুর গ্রামে ডাবলু প্রধানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে সাত কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই দুই কর্মকতা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।