ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় হোটেল শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
চকরিয়ায় হোটেল শ্রমিকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার: চকরিয়ায় জয়নাল আবেদিন (১৪)নামের এক হোটেল শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২৫ জানুয়ারি ) বিকাল ৩ টার দিকে উপজেলার ডুলাহাজারার মালুমঘাট বাজারের পূর্ব পাশের আগর বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত জয়নাল আবেদিন মালুমঘাট এলাকার ডুমখালীর হারুনুর রশিদের ছেলে এবং ডুলাহাজারা বাজারের জমজম হোটেলর গ্লাসবয় বলে জানা গেছে।
  
পুলিশ সুত্র জানায়, সোমবার দুপুরে মালুমঘাট আগর বাগানের পূর্ব পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি(তদন্ত) কামরুল আজম বাংলানিউজকে জানান, শ্বাসরোধ করে ওই তরুণকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সমম:১৯১০ ঘন্টা জানুয়ারি ২৫, ২০১৬
টিটি/ এমইউ/ টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।