ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুনর্বাসন ছাড়া উর্দুভাষীদের উচ্ছেদ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পুনর্বাসন ছাড়া উর্দুভাষীদের উচ্ছেদ নয় ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার মধ্যে স্থায়ী পুর্নবাসন বা নামে নামে ফ্ল্যাট, প্লট, জমি বরাদ্দ ছাড়া উর্দুভাষীদের ক্যাম্প থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনরা। এছাড়া স্বীকৃতি পাওয়া বাংলাদেশি নাগরিক হিসেবে শিক্ষা, কর্মসংস্থানসহ নাগরিক সুবিধার ক্ষেত্রে উর্দুভাষীদের প্রতি বৈষম্য দূর করারও আহ্বান জানানো হয়েছে।



সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ অনুরোধ জানান। এর আয়োজক ছিলো ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) বাংলাদেশ।

গোলটেবিল বৈঠকে প্রকৌশলী ম এনামুল হক বলেন, উচ্চ আদালত তাদের (উর্দুভাষীদের) স্বীকৃতি দিয়েছে, তাহলে সরকার তাদের অধিকার দেবে না কেন? তারা উর্দুভাষী নয়, বাংলাদেশি ভাই-বোন। পুর্নবাসন ছাড়া কোনভাবে উর্দুভাষীদের উচ্ছেদ করা যাবে না। এজন্য আন্দোলন করতে প্রয়োজনে সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী পুর্নবাসনের কথা বলেছেন। সে অনুযায়ী উর্দুভাষী মানুষের সাথে আলোচনা করে তাদের পুর্নবাসন করতে হবে।

ওয়েল ফেয়ার মিশন অব বিহারি’র সভাপতি মোস্তাক আহমেদ বলেন, স্থানীয় প্রভাবশালীরা ক্যাম্পের জায়গা দখল করতে মামলা দিয়ে হয়রানি করছে। ক্যাম্পের জায়গায় অন্যায়ভাবে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো বাতিল করে তা ক্যাম্পের অধিবাসীদের বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, উর্দুভাষী নাগরিকদের কেউ ভিক্ষা করে না, কর্ম করে। প্রধানমন্ত্রী পুর্নবাসনের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। তাদের পুর্নবাসন আর নাগরিক হিসেবে সকল সুবিধা না দিতে পারলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বলে মন্তব্য করেন রব।

তিনি বলেন,আন্দোলন ছাড়া অধিকার আদায় হবে না। উর্দুভাষীদের আন্দোলনে নামতে হবে। এর সাথে সারাদেশের মানুষ যোগ দেবে বলেও জানান তিনি।

সভায় সংগঠনের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন, সারাদেশে ১১৬টি ক্যাম্পে উর্দুভাষী প্রায় ৪ লাখ মানুষ বাস করে। ২০০৮ সালে আদালত তাদের নাগরিকত্ব দিতে সরকারকে নির্দেশ দেয়। কিন্তু ভোটার আইডি কার্ড পেলেও তারা পায়নি কোন নাগরিক সুবিধা।

প্রধানমন্ত্রী ২০১৪ সালে দুযোর্গ ব্যবস্থাপনা, ত্রাণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে উর্দুভাষী মানুষকে পুর্নবাসনের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। উল্টো ক্যাম্প থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। মিরপুর ৩৯টি ক্যাম্পের জায়গা দখল করে নিতে আদালতে মামলা চলছে। এসব ক্যাম্প খুব সহসাই প্রভাবশালীদের হাতে দখল হয়ে যাবে। পুর্নবাসন না করে উচ্ছেদ করলে এসব মানুষ বেকার হয়ে যাবে।

তিনি উর্দুভাষী এসব মানুষের বিষয়ে সহানুভূতি দেখাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরইউ/এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।