ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বিরামপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় পবন কুমার (৩০) নামে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর-হাকিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার পুরাতন বাজার এলাকার উমেশ কুণ্ডুর ছেলে ও একজন কীটনাশক-সার ব্যবসায়ী।

বিরামপুর থানার পরিদর্শক শাকিলা পারভীন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে হাকিমপুর উপজেলার হিলি থেকে বিরামপুরের আসছিলেন পবন কুমার। পথে মোটরসাইকেলটি বেগমপুর মোড় এলাকায় এলে একটি ভটভটি সেটিকে ধাক্কা দেয়। এতে পবন গুরুতর আহত হন।

স্থানীয়রা পবনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।