ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শেষ হলো ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বগুড়ায় শেষ হলো ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
 
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিমের সভাপতিত্বে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।
 
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ জানুয়ারি) শুরু হওয়া এ মেলায় মোট ৫৫টি স্টল অংশ নেয়। মেলায় অংশ নেওয়া এসব স্টলকে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
 
রোবটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল মেশিন তৈরি করে জুনিয়র গ্রুপে বগুড়া জিলা স্কুল প্রথম পুরস্কার লাভ করে। ঘর্ষণ বল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করায় দ্বিতীয় স্থান লাভ করে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ। যানজট নিরসনে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে তৃতীয় স্থান অর্জন করে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
 
এছাড়া সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে বিআইআইটি, দ্বিতীয় সরকারি আজিজুল হক কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেছে ওয়াইএমসিএ স্কুল।
 
বিশেষ গ্রুপে মৌচাক বিজ্ঞান ক্লাব প্রথম, বগুড়া ফুলকড়ি আসর দ্বিতীয় স্থান অর্জন করে।
 
সেরা ডিজিটাল ইউনিয়ন পুরস্কার লাভ করে পীরব ইউনিয়ন ও নন্দীগ্রাম ইউনিয়ন। সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হন বগুড়ার শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুবায়েদ খান।
 
প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।