ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সাভারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভারে মাদক বিক্রেতা এনাম নাছিরকে (৩৫) ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকাও জব্দ করা হয়।



সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের ডগরমোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাছির সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া পানপাড়া এলাকার মো. এনাম ইসরাফিলের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, আটক নাছিরের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার নামে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।