ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশঙ্কামুক্ত ৪ সন্তান জন্ম দেওয়া মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আশঙ্কামুক্ত ৪ সন্তান জন্ম দেওয়া মা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়া প্রসূতি মা কাজল আক্তার বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন। এখন তিনি আশঙ্কামুক্ত।

তার চার সন্তানও সুস্থ আছে। তবে মা ও নবজাতকরা এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী ও চিকিৎসকরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রসূতি মা কাজল আক্তারকে ডা. শামিমা নাসরিন, ডা. ইয়াসিন, ডা. সোহেল আরমান এবং চার নবজাতককে চিকিৎসক শিশু কনসালটেন্ট ডা. ইফতেখার উল হক খান নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে আসছেন।

দায়িত্বরত চিকিৎসক ডা. শামিমা নাসরিন বলেন, গত ১৮ ঘণ্টায় প্রসূতি মা খিচুনি কিংবা উচ্চ রক্তচাপে আক্রান্ত হননি। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

শিশু কনসালটেন্ট ডা. ইফতেখার উল হক খান বলেন, চার নবজাতক সুস্থ রয়েছে। তবুও মা ও শিশুদের আরও ৮ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হবে।
 
শনিবার (২৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে কাজল আক্তারের (২৭) চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দু’টি ছেলে ও দু’টি মেয়ে।

কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির আগের ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

** সুস্থ রয়েছে নবজাতকরা, মা পর্যবেক্ষণে
** লক্ষ্মীপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।