ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘কাস্টমস হবে জনবান্ধব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘কাস্টমস হবে জনবান্ধব’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাস্টমসকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


 
‘ডিজিটাল কাস্টমস: প্রগ্রেসিভ এনগেজমেন্ট’ শ্লোগানে বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউসিও) এর সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হচ্ছে।
 
চেয়ারম্যান বলেন, রাজস্ব ও জনবান্ধব আধুনিক ডিজিটাল কাস্টমস গড়ে তুলতে কাজ করছে এনবিআর। এর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। ডিজিটাল কাস্টমসের পূর্ণ বাস্তবায়ন হলে স্বচ্ছতা, সমতা, গুণগত সেবার মান বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক হবে বলেও জানান তিনি।
 
কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, সেবার মনোভাব নিয়ে ও রাজস্ব আয় বাড়িয়ে সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।
 
পরে দিবসের একটি বর্ণাঢ্য ৠালি বের হয়। ৠালিটি মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাবের সামনে হয়ে ফের রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়।

 বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরইউ/জেডএস

** আন্তর্জাতিক কাস্টমস দিবস মঙ্গলবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।