ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাস থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
যাত্রীবাহী বাস থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর গাবতলীতে এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্য থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় দারুস সালাম থানা পুলিশ ফেনসিডিলগুলো উদ্ধার করে।


 
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনআর পরিবহনের (ঢাকা মেট্টো ব ১১-৬২৯৫) একটি বাসে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এনএইচএফ/এমআইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।